রামপাল প্রকল্প বাতিল না হলে ২৬ জানুয়ারি হরতাল

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৬ নভেম্বর ২০১৬ , ০৬:৩১ পিএম


রামপাল প্রকল্প বাতিল না হলে ২৬ জানুয়ারি হরতাল

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল না হলে ২৬ জানুয়ারি হরতাল পালন করা হবে। এমন ঘোষণাই দিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সদস্যসচিব আনু মুহাম্মদ।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে রামপাল প্রকল্প বাতিলের প্রতিবাদে মহাসমাবেশে এ ঘোষণা দেন তিনি।

আনু মুহাম্মদ বললেন, ‘সরকার রামপাল প্রকল্প থেকে সরে না আসা পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তারপরও সুন্দরবন ধ্বংসের কার্যক্রম থেকে সরে না এলে প্রকল্পবিরোধী এ আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপ নেবে।’

বিজ্ঞাপন

এ অর্থনীতিবিদ বলেন, ‘আসছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সুন্দরবন রক্ষায় এবং রামপাল প্রকল্প বাতিল দিবস পালন করবে জাতীয় কমিটি। এছাড়া ২৬ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে সমাবেশ করার মধ্য দিয়ে দাবি দিবস পালন করা হবে।’

তিনি বলেন, ‘রামপালবিরোধী আন্দোলন শুধু বাংলাদেশে নয় ভারতের ৪৩টি সংগঠন এ প্রকল্প বাতিলের দাবিতে সমর্থন দিয়েছে। ৭ জানুয়ারি বিশ্ব প্রতিবাদ দিবস পালিত হবে। ভারত-বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে এ প্রতিবাদ দিবস পালিত হবে। এরপরও সরকার এ প্রকল্প থেকে সরে না এলে ২৬ জানুয়ারি ঢাকায় অর্ধদিবস সর্বাত্মক ধর্মঘট ও হরতাল পালন করা হবে।’

এইচটি/ এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission