বেসিসে প্রশাসকের দায়িত্বে ড. মেহেদী হাসান

আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ , ০২:৩৩ পিএম


বেসিস
ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এ প্রশাসকের দায়িত্ব পেয়েছেন ডাক-টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মেহেদী হাসান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করতে বাণিজ্য মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি। পরে তিনি রাজধানীর কারওয়ান বাজারস্থ বেসিস কার্যালয়ে যান। সেখানে বেসিস সচিব হাশিম আহমেদ সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তাকে স্বাগত জানান।

এ সময় সেখানে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের সদস্য ও বৈষম্যবিরোধী আইসিটি উদ্যোক্তা কাউন্সিলের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. ইমরুল কায়েস পরাগ, বেসিস সংস্কার পরিষদের মুখপাত্র ফৌজিয়া নিগার সুলতানাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরে প্রশাসক ড. মেহেদী বেসিস বোর্ডরুমে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় তিনি অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সদস্যদের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয় তাকে।

এ সময় বেসিস সেক্রেটারি হাশিম আহমেদ মেম্বারবান্ধব সংগঠন হিসাবে বেসিসকে গড়ে তুলতে নতুন প্রশাসকের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর সই করা এক অফিস আদেশে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মেহেদী হাসানকে।

বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়, যেহেতু বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন, সেহেতু বেসিস এর পরিচালনা পর্ষদের সভাপতি রাসেল টি আহমেদ গত ১৭ অক্টোবর এবং ১৯ অক্টোবর সহসভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন মর্মে জানা গেলেও তার পদত্যাগপত্রটি মহাপরিচালক, বাণিজ্য সংগঠন এর নিকট প্রেরণ করা হয়নি এবং পরবর্তীতে বেসিস এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলেও পুনর্গঠিত পরিচালনা পর্ষদ গঠন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ।

এতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী আইসিটি উদ্যোক্তা কাউন্সিল ও বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ এবং সাধারণ সদস্যদের প্রতিনিধিবর্গ হতে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে নোটিশ জারি করে গত ১৮ নভেম্বর শুনানি করা হলেও পূর্বের পরিচালনা পর্ষদের সভাপতি উপস্থিত হননি ও তারপক্ষে কোনো জবাব প্রদান করেননি এবং পুনর্গঠিত পরিচালনা পর্ষদ সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেননি।

এ কারণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের চলমান অস্থিরতা ও অসন্তোষের কারণে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এ পরিস্থিতিতে বেসিসের পরিচালনা পর্ষদ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাই বর্তমান পরিচালনা পর্ষদের সমন্বয়হীনতার কারণে বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল এবং ড. মেহেদীকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

আরটিভি/এএইচ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission