আজকের নামাজের সময়সূচি

আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ , ০৯:২১ এএম


সময়সূচি
ফাইল ছবি

নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের দ্বিতীয়। কুরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। নামাজ বেহেশতের চাবি। কিয়ামতের দিন প্রথমেই নামাজের হিসাব নেওয়া হবে। পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক, ওয়াক্তমতো শুধু ফরজটুকু হলেও আদায় করে নিতে হবে।

বিজ্ঞাপন

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘আল্লাহ তাআলা মনোনীত সর্বোত্তম আমল হলো নামাজ। অতএব যে বেশি বেশি নামাজ পড়তে সক্ষম, সে যেন বেশি বেশি নামাজ পড়ে।’ (তাবারানি)

তাহলে যেনে নিন আজকের (শুক্রবার) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি।

বিজ্ঞাপন

নামাজের সময়সূচি

জোহর- ১১:৫০ মিনিট।

আসর- ৩:৩৫ মিনিট।

বিজ্ঞাপন

মাগরিব- ৫:১৪ মিনিট।

বিজ্ঞাপন

ইশা- ৬:৩১ মিনিট।

ফজর- ৫:০১ মিনিট (শনিবার, ২৫ নভেম্বর)।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে-
 
বিয়োগ করতে হবে

চট্টগ্রাম: ০৫ মিনিট।
সিলেট: ০৬ মিনিট।
 
যোগ করতে হবে

খুলনা: ০৩ মিনিট।
রাজশাহী: ০৭ মিনিট।
রংপুর: ০৮ মিনিট।
বরিশাল: ০১ মিনিট।

নামাজের প্রতি যত্নবান হওয়া মুমিন মুসলমানরে ঈমানের দাবি ও ফরজ ইবাদত। নামাজি ব্যক্তিই হলো সফল। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সহিহ তরিকায় সঠিক পদ্ধতিতে নির্ধারিত সময়ে নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission