মেয়র পদ ফিরে পেতে মান্নানের রিট

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৯ জুলাই ২০১৭ , ০২:২২ পিএম


মেয়র পদ ফিরে পেতে মান্নানের রিট

সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে রিট করছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান।

বিজ্ঞাপন

রোববার বেলা ১১টার দিকে রিট আবেদনটি দায়ের করা হয়।

মেয়র মান্নানের আইনজীবী আবু হানিফ জানান, আবেদনে সাময়িক বরখাস্তের আদেশের ওপর স্থগিতাদেশ এবং তার (এম এ মান্নানের) দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা চেয়ে আবেদন করা হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের আদালতে রিট আবেদনটি উপস্থাপন করা হবে। 

বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশনের এক মামলায় এম এমান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপন জারি করে এম এ মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

২০১৩ সালে গাজীপুর সিটি মেয়র নির্বাচিত হন বিএনপির এই নেতা। পরবর্তীতে নাশকতার এক মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ার পর ২০১৫ সালের ১৯ আগস্ট অধ্যাপক মান্নানকে প্রথমবার বরখাস্ত করেছিল স্থানীয় সরকার বিভাগ। পরে এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের ২৮ মাস পর মেয়র পদ ফিরে পান এম এ মান্নান।

কিন্তু ২০১৬ সালের ১৮ এপ্রিল আরো একটি মামলায় দ্বিতীয়বারের মতো তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই আদেশের বিরুদ্ধেও আইনি লড়াই করে গেলো ১৮ জুন ফের পদ ফিরে পান মান্নান। কিন্তু এর কয়েকদিনের মধ্যে দুর্নীতির মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়ার পর ফের তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission