ঢাবি শাখা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

ঢাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৩৮ পিএম


ঢাবি শাখা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাঈদ খান। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম।

এ ছাড়াও নবনির্বাচিত এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুম।

বিজ্ঞাপন

ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, গণ-অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, ঢাবি শাখার সাবেক সভাপতি আখতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission