পরিবেশ ও বৃক্ষমেলা শুরু বুধবার

আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ১১:৫৮ পিএম


পরিবেশ ও বৃক্ষমেলা শুরু বুধবার
সংবাদ সম্মেলনে এসে মেলার বিস্তারিত তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংগৃহীত ছবি

ঢাকার শেরেবাংলা নগরে বুধবার শুরু হচ্ছে পরিবেশ ও বৃক্ষমেলা।

বিজ্ঞাপন

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে এ মেলা বসবে বলে সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসে মেলার বিস্তারিত তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরিবেশ মেলা চলবে শুক্রবার পর্যন্ত। আর ২৪ জুলাই পর্যন্ত চলবে বৃক্ষমেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

সৈয়দা রিজওয়ানা জানান, মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

ওইদিন পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের জন্য ‘জাতীয় পরিবেশ পদক ২০২৪’, ‘বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার ২০২৫’ ও ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪’ দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission