শনিবারের গুরুত্বপূর্ণ সংবাদ

শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬ , ১০:৩৬ পিএম


শনিবারের গুরুত্বপূর্ণ সংবাদ
  • রাজধানীর আশকোনায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের জঙ্গিবিরোধী অভিযান শেষ, ১ নারী জঙ্গিসহ ২ জন নিহত।
  • জঙ্গিরা ভেতরে ভেতরে এখনো সক্রিয়। মাদক-সন্ত্রাস-সাম্প্রদায়িকতা জাতীয় জীবনের প্রধান বিপদ। এগুলো আমাদের জাতীয় জীবন ও রাজনীতিতে আঘাত করে। বললেন ওবায়দুল কাদের।
  • নারায়ণগঞ্জে বিএনপির আংশিক বিজয় হয়েছে। বললেন মির্জা ফখরুল।
  • বিচার বিভাগকে নিরপেক্ষ রাখতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। বললেন প্রধান বিচারপতি।
  • নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী দুর্বল ছিলো। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয় তা প্রমাণ হয়ে গেছে। বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
  • নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ছিলনা। এই নির্বাচনে সরকারদলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভি বেশি সুবিধা পেয়েছেন। বললেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
  • বিএনপি ২০১৪ সালের সংসদ নির্বাচনে না এসে ভরাডুবির মধ্যে রয়েছে। নির্বাচনে না এসে যে ভুল করেছে, নারায়নগঞ্জ সিটি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সেই ভুল স্বীকার করেছে। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
  • যুদ্ধাপরাধীদের বিচার বা সম্পদ বাজেয়াপ্ত করাই শুধু নয়, তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করতে হবে। পাশাপাশি তাদের সন্তানদের সরকারি চাকরির সুবিধা প্রদান করা যাবে না। বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
  • রোববার খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এ দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন।
  • জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের শুক্রবারের ভোট মেনে চলবে না ইসরাইল। বললেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অধিকৃত ফিলিস্তিন ভূ-খণ্ডে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৪-০ ভোটে প্রস্তাব পাস হয়।
  • ৪০তম জাতীয় অ্যাথলেটিক্সে ১৯ স্বর্ণ, ১৯ রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৫১টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১১ স্বর্ণসহ ২৬টি পদক জিতে রানার্সআপ বাংলাদেশ নৌবাহিনী। আর ২টি স্বর্ণসহ ৬টি পদক নিয়ে তৃতীয় হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

      

        জেএইচ

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission