নির্বাচনের নির্দেশনা পেলে কাজ করতে প্রস্তুত সেনাবাহিনী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০৫:০৯ পিএম


নির্বাচনের নির্দেশনা পেলে কাজ করতে প্রস্তুত সেনাবাহিনী
ছবি সংগৃহীত

নির্বাচনের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে থেকে নির্দেশনা এলে সেনাবাহিনী কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনানিবাসে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা পাওয়া যায়নি। তবে নির্দেশনা এলেই সেনাবাহিনী নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানের তথ্য তুলে ধরেন কর্নেল শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সেনাবাহিনী ৩৭টি অবৈধ অস্ত্র এবং ১৭৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। আগস্ট থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৯ হাজার ৭২৯টি হারানো অস্ত্র এবং ২ লাখ ৮৭ হাজার ৩৩ রাউন্ড গোলাবারুদ। হারানো অস্ত্রের মোট সংখ্যা ছিল ১২ হাজার ১১৯ এবং গোলাবারুদ ছিল ৩ লাখ ১০ হাজার ৯৭৫ রাউন্ড।

এ ছাড়াও গত এক মাসে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৮১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট ১৬ হাজার ৪৫৯ জনকে। এদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ বিভিন্ন অপরাধে যুক্ত ব্যক্তি রয়েছেন বলে জানান কর্নেল শফিকুল ইসলাম।

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission