একযোগে বিভিন্ন জেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকারী ১০২ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তারা সবাই ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৮টি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে এসিল্যান্ডের দায়িত্ব থেকে সরিয়ে সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারদের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসিল্যান্ডের দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তাদের তুলে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কারণে ধাপে ধাপে তাদের এসিল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে।
আরটিভি/কেএইচ