আ ক ম বাহার ও তার মেয়ে সূচনার সাড়ে ১৭ কোটি টাকা ফ্রিজ

আরটিভি নিউজ

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১০:৫৮ পিএম


আ ক ম বাহার ও তার মেয়ে সূচনার সাড়ে ১৭ কোটি টাকা ফ্রিজ
ছবি সংগৃহীত

আওয়ামী লীগের কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ বিষয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিআইডি।

বিজ্ঞাপন

সোমবার (২৮ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সংঘবদ্ধ প্রতারণা, জাল-জালিয়াতি, কমিশন এবং হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করেছেন। এসব অভিযোগে বর্তমানে ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্টে থাকা ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করা হয়েছে।

বিজ্ঞাপন

আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান চলমান রয়েছে। এ ব্যাপারে মানিলন্ডারিং আইনে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এফএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission