মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ উদ্‌ঘাটনে চীন থেকে আসছে তদন্ত দল

আরটিভি নিউজ

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ০৩:৪৯ পিএম


মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ উদ্‌ঘাটনে চীন থেকে আসছে তদন্ত দল
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের কারণ উদ্‌ঘাটন করতে এবার চীন থেকে আসছে বিশেষ তদন্ত দল।

বিজ্ঞাপন

সোমবার (২৮ জুলাই) বিমান বাহিনীর পক্ষ থেকে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান এয়ার কমোডর শহীদুল ইসলাম। এভিয়েশন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এয়ার কমোডর শহীদুল ইসলাম বলেন, বিমান দুর্ঘটনা তদন্তে চীন থেকে একটি টিম আসবে। তাদের তদন্তের পরই দুর্ঘটনার কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

এদিকে রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য ঢাকার ভেতরেই ঘাঁটি থাকতে পারে জানিয়ে তিনি আরও বলেন, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও অপারেশনাল সক্ষমতা মাথায় রেখেই রাজধানীতে সামরিক বিমান পরিচালনা করতে হয়।

এ সময় এয়ার কমোডর মিজানুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদনের বিস্তারিত আসার পরই সকল তথ্য জানানো হবে। আমরা সবকিছুই সামনে আনব।

এছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের কাউন্সেলিং সেবা দেওয়াসহ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে বিমান বাহিনী সব সময় থাকবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি চীনের চেংডু এয়ারক্র্যাফ্ট করপোরেশনের তৈরি এফ-৭ বিজিআই মডেলের একটি মাল্টি-রোল যুদ্ধবিমান। এটি একইসঙ্গে বিভিন্ন ধরনের সামরিক কার্যক্রমে দক্ষ বা বহুমুখী ভূমিকা পালন করতে সক্ষম।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission