৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (২৭ জুলাই) পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
এতে বলা হয়, ৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে (১ম পর্যায়ে) স্বাস্থ্য ক্যাডারের সহকারী ডেন্টাল সার্জন পদের ৫১১ জন এবং সহকারী সার্জন পদের ১৯১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আগামী ৬ আগস্ট (বুধবার) সকাল ১০টায় সহকারী ডেন্টাল সার্জন পদের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এরপর ধাপে ধাপে ১০ আগস্ট পর্যন্ত চলবে ভাইভা।
প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।
যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় পিএসসি।
ভাইভার তারিখ ও সময় জানতে ক্লিক করুন
আরটিভি/আরএ