স্থানীয় পর্যবেক্ষক সংস্থা চেয়ে ইসির বিজ্ঞপ্তি জারি

আরটিভি নিউজ

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ০১:৪৫ পিএম


স্থানীয় পর্যবেক্ষক সংস্থা চেয়ে ইসির বিজ্ঞপ্তি জারি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগ্রহী সংস্থাগুলোকে আগামী ১০ আগস্টের মধ্যে ইসির সিনিয়র সচিব বরাবর নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুলাই) ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইসি জানায়, ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালার আওতায় যোগ্য বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করা হচ্ছে।

বিজ্ঞাপন

আবেদনকারী সংস্থাকে নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম (ইও-১) পূরণ করে আগামী ১০ আগস্ট (রোববার) বিকেল ৫টার মধ্যে সিনিয়র সচিবের বরাবর জমা দিতে হবে। আবেদনপত্র ও নীতিমালার কপি নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) এবং সচিবালয়ের জনসংযোগ শাখা (কক্ষ নম্বর ১০৫) থেকে সংগ্রহ করা যাবে।

এর আগে, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ জারি করে ইসি। এতে পূর্ববর্তী ২০২৩ সালের নীতিমালা এবং তৎকালীন নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন বাতিল করা হয়।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রথা চালু করে নির্বাচন কমিশন। তখন ১৩৮টি সংস্থা নিবন্ধন পায় এবং ১ লাখ ৫৯ হাজারের বেশি দেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণে অংশ নেন। ২০১৪ সালের দশম নির্বাচনে ৩৫টি সংস্থার প্রায় ৯ হাজার পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ৮১টি সংস্থার প্রায় ২৬ হাজার পর্যবেক্ষক মাঠে ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ৮০টি সংস্থার ২০ হাজারের বেশি পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission