দুই উপদেষ্টার মাইলস্টোন ছাড়া নিয়ে ধোঁয়াশা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ০৬:১২ পিএম


দীর্ঘ ছয় ঘণ্টা আটকে থাকার পর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার মাইলস্টোন কলেজ ছাড়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে বিপুলসংখ্যক পুলিশের সহায়তায় কলেজ প্রাঙ্গণ ছাড়েন উপদেষ্টারা। এসময় কলেজের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদেরও দেখা যায়নি। পরে তাদের গাড়ি দিয়াবাড়ি মোড়ে গেলে বিকেল পৌনে চারটার দিকে বাধা দেয় শিক্ষার্থীরা। সেখান থেকে তাদের গাড়ি ঘুরিয়ে আবার কলেজ ক্যাম্পাসে নেওয়া হয়েছে। ফের দুই উপদেষ্টা ও প্রেস সচিব কলেজের ভেতরে একটি ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন।

বিজ্ঞাপন

এর আগে, ৩টার দিকে প্রায় দুইশ পুলিশ সদস্য ক্যাম্পাসে প্রবেশ করেন। সকাল থেকে অবরুদ্ধ থাকা উপদেষ্টাদের বের করে আনতে পুলিশ প্রস্তুতি শুরু করলে পৌনে ৩টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।

তবে এর কিছুক্ষণ আগেও উত্তপ্ত ছিল কলেজ প্রাঙ্গণ। দুপুর সোয়া ২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ৫ নম্বর ভবনের ফটকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দেয় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। হামলার মুখে পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।

বিজ্ঞাপন

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মাইলস্টোন কলেজে যান। পরিদর্শন শেষে তারা যখন ফিরছিলেন, তখন শিক্ষার্থীরা গাফিলতির অভিযোগ তুলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে। পরে উপদেষ্টারা কলেজের কয়েকজন শিক্ষককে সঙ্গে নিয়ে ৫ নম্বর ভবনের নিচতলার একটি সম্মেলন কক্ষে আশ্রয় নেন। সেখান থেকে তারা লাউডস্পিকারের মাধ্যমে মাঠে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করেন।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission