মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ০৯:৫৮ পিএম


মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত

চীন ও কানাডা বাণিজ্য বৈচিত্র্য ও বিনিয়োগে বাংলাদেশের সাথে নিবিড় সহযোগিতার প্রত্যাশা করছে এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতের সময় চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানিয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাতের সময় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি আস্থা প্রকাশ করেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কার উদ্যোগের প্রতি চীনের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং চিকিৎসা পর্যটন, পানি ব্যবস্থাপনা ইত্যাদি অনেক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশে চীনের সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনের কথা স্মরণ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন- টেক্সটাইল, জ্বালানি, হালকা প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের সাথে কাজ করার জন্য চীন আগ্রহ প্রকাশ করেছেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে চীনের রাজনৈতিক ও উন্নয়ন সহায়তা প্রদানের জন্য পররাষ্ট্র উপদেষ্টা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এসময় তিনি রোহিঙ্গা সংকটের জরুরি ও তাৎক্ষণিক সমাধানের জন্য বাংলাদেশের আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং এই ক্ষেত্রে চীনের সমর্থন কামনা করেন।

পরে বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে দেখা করেন যেখানে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে, যার মধ্যে রয়েছে বাণিজ্য বৈচিত্র্য এবং স্থিতিশীলতা তৈরির মাধ্যমে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট মোকাবেলায় কানাডার সমর্থনও ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক জনাব মো. ফরহাদুল ইসলাম এবং বাংলাদেশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ৩২তম এআরএফ মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission