বাংলাদেশ-মরক্কো

যুব উন্নয়ন ও সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়ে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১২:৫২ এএম


যুব উন্নয়ন ও সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়ে পারস্পরিক সহযোগিতার আশ্বাস
ছবি: সংগৃহীত

ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশে মরক্কোর মারাকেশ শহরে সফররত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেন। সফরের অংশ হিসেবে তিনি মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী মোহাম্মেদ মেহদি বেনসাইদের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

বৈঠকে উপদেষ্টা বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সাহসিকতা, সম্ভাবনা, দক্ষতা এবং সরকারের গৃহীত উন্নয়নমূলক উদ্যোগসমূহ তুলে ধরেন। 

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তরুণ, যাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সরকার সার্বিকভাবে কারিগরি, প্রযুক্তিনির্ভর এবং যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণসহ উদ্ভাবন ও চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষতা অর্জনে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন

তিনি মরক্কোর যুবসমাজের কর্মস্পৃহা ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করেন এবং দুই দেশের মাঝে সাংস্কৃতিক ও অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে মরক্কোর যুবমন্ত্রী মোহাম্মেদ মেহদি বেনসাইদ আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ সামিটে যোগদানে সম্মতি জানান।

তিনি বাংলাদেশ ও মরক্কোর মধ্যে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের যুব উন্নয়ন ও সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে আইডিয়া এক্সচেঞ্জের ওপর জোর দেন।

বিজ্ঞাপন

দ্বিপক্ষীয় বৈঠকের প্রাক্কালে মৌরিতানিয়া, জর্ডান, গাম্বিয়া, জিবুতিসহ উপস্থিত ওআইসিভুক্ত অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন উপদেষ্টা। এ সময় তারা জুলাই গণঅভ্যুত্থানকালীন তার সাহসী নেতৃত্ব এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের প্রশংসা করেন।
 
আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission