ঈদযাত্রায় সড়কে ভোগান্তি, ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ-তিনগুণ

আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ জুন ২০২৫ , ০২:৪২ পিএম


ঈদযাত্রায় সড়কে ভোগান্তি, ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ-তিনগুণ
সংগৃহীত ছবি

ঈদুল আজহার আগে শেষদিনের যাত্রায় চরম ভোগান্তি নিয়ে রাজধানী ছাড়ছে অসংখ্য মানুষ। সকাল থেকেই বাসসট্যান্ডগুলোদে দেখা গেছে উপচেপড়া ভিড়। সেই সঙ্গে ভাড়াও গুনতে হচ্ছে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত। বাস না পেয়ে ট্রাক-পিকআপে চেপেওে ঢাকা ছাড়ছে বহু মানুষ। শুক্রবার (৬ জুন) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

যাত্রীদের অভিযোগ, ঈদ ঘিরে ডাবল ভাড়া আদায় করছে বেশিরভাগ পরিবহন। ঢাকা থেকে ময়মনসিংহ, শেরপুর, নালিতাবাড়ীসহ আশপাশের জেলাগামী বাসগুলোতে ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি সবচেয়ে বেশি চোখে পড়েছে। সাধারণ সময়ে ঢাকা থেকে শেরপুরগামী বাসগুলো ভাড়া নেয় ৩০০ থেকে ৩৫০ টাকা। কিন্তু ঈদের এই মৌসুমে তা বাড়িয়ে নেওয়া হচ্ছে ৬৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত।

তবে ভাড়ার এই অতিরিক্ত আদায় নিয়ে বিআরটিএ বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তদারকি চোখে পড়েনি।

বিজ্ঞাপন

আবুল কালাম নামে এক যাত্রী বলেন, শেরপুর যাব। বাসের জন্য বসে আছি। আমরা গরিব মানুষ, বছরে একবার পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি ফিরি। কিন্তু বাসে উঠতেই তিনগুণ ভাড়া গুনতে হচ্ছে।

এদিকে বাসে সিট না থাকায় অনেকেই বাধ্য হয়ে ট্রাক, পিকআপে করেই বাড়ি ফিরছেন। ভাড়ার কথা ভাবছেন না। গাজীপুর, টঙ্গী, মহাখালী ও উত্তরা এলাকা ঘুরে দেখা গেছে—বেসরকারি ট্রান্সপোর্ট কোম্পানির খোলা ট্রাক বা ছোট পিকআপে চেপে নারী-শিশুসহ বহু মানুষ বাড়ি ফিরছেন।

শেরপুরগামী এক যাত্রী বলেন, বাসে ভাড়া চায় ১২০০ টাকা, অথচ আগে এই পথে ৫০০ টাকা ভাড়া ছিল। সঙ্গে বউ-বাচ্চা, তাই বাধ্য হয়ে ৪ হাজার টাকা দিয়ে একটা পিকআপ ভাড়া করেছি, যাতে ১০ জনে ভাগ করে যাচ্ছি।

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। শনিবার (৭ জুন) উদযাপিত হবে ঈদ। 

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission