ঢাকায় শিগগিরই চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

আরটিভি নিউজ

বুধবার, ০৪ জুন ২০২৫ , ০৩:৪৯ পিএম


ঢাকায় শিগগিরই চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে ছোট পরিসরে শিগগিরই আমরা ঢাকায় একটি কার্যালয় চালু করব। এটি চালুর মাধ্যমে বাংলাদেশকে বিভিন্ন প্রক্রিয়ায় যুক্ত হয়ে সহযোগিতা করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গোয়েন লুইস বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় চালুর বিষয়ে বাংলাদেশ সরকারের দিক থেকে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত অবস্থানে রয়েছে। আমরা সমঝোতা স্মারকটি সই করার অপেক্ষায় রয়েছি। আশা করছি, শিগগিরই এটি সই হবে। 

বিজ্ঞাপন

2326

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন বক্তব্য রাখেন।

এর আগে, গত অক্টোবরে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্কের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছিলেন, একটি খুব বড় সিদ্ধান্ত হয়েছে। এখানে জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালু হবে। অফিসটি চালু হলে যে সুবিধাটি আমাদের সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো, তারা সরাসরি তদন্ত করতে পারবে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission