এবার রেলের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আরটিভি নিউজ

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ১২:১০ পিএম


এবার রেলের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদযাত্রায় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এতে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। কিন্তু এবার সেটা কঠোরভাবে নজরদারি করায় কেউ জড়ানোর সাহস পায়নি। ফলে যাত্রীদেরও আর অসুবিধায় পড়তে হয়নি।

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ঘরমুখো মানুষ সড়কপথসহ ট্রেনযাত্রায়ও স্বস্তিতে বাড়ি ফিরছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগে পথে পথে চাঁদাবাজি চলত, গাড়ি থামানো হতো। এবার কিন্তু সেটা নেই। কেউ এটা করার সুযোগ ও সাহস পায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা নির্দেশনা মোতাবেক ভালো কাজ করছেন। সবমিলিয়ে ঈদযাত্রায় আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বললাম, তারা জানালেন- অন্যবারের চেয়ে এবার তারা সুন্দরভাবে যেতে পারছেন। কোথাও বাড়তি টাকা-পয়সা চাওয়া হচ্ছে না। তারা ভালোভাবে গেলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।

এ সময় রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেন, স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission