ঢাকা-১৭ আসনে আরাফাতকে বিজয়ী করে গেজেট প্রকাশ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ , ১০:০৬ পিএম


ঢাকা-১৭ আসনে আরাফাতকে বিজয়ী করে গেজেট প্রকাশ

ঢাকা-১৭ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত গেজেটটি প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। এই উপনির্বাচনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫টি। ১২৪টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ৩৭ হাজার ৪২০টি, যা মোট ভোটের ১১ দশমিক ৫১ শতাংশ।

বিজ্ঞাপন

তবে গত ২৩ জুলাই উপনির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে আবেদন করেন হিরো আলম। এতে উল্লেখ করা হয়, নির্বাচনের ভোট গ্রহণ শুরুর ১ ঘণ্টার মধ্যে আমার তালিকাভুক্ত মনোনীত প্রায় ৮৮ জন এজেন্ট ১৯টি ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যাপক জাল ভোট দেওয়া হয়েছে।

নির্বাচনের দিন বেলা ৩টায় বনানী বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে প্রার্থী হিসেবে ভোটগ্রহণ পরিদর্শনে গেলে সরকারদলীয় ক্যাডাররা আমাকে মারধর করে, যা উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। দেশ ও বিদেশের কোটি কোটি মানুষ ইলেকট্রনিকস মিডিয়ার মাধ্যমে সরাসরি প্রত্যক্ষ করেছে, ওই ঘটনার পর বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের জোরপূর্বক ভোটকেন্দ্র থেকে বের করে ভোট গণনা করা হয়েছে যা সম্পূর্ণ নির্বাচনবিধি পরিপন্থী। এবং আমার ওপরে উদ্দেশ্যপ্রণোদিত হামলা, ব্যাপক জাল ভোট ও ভোট গণনার অনিয়ম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।

বিজ্ঞাপন

তাই এই নির্বাচন বিধিসম্মত হয়নি। এই প্রহসনের নির্বাচনকে সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করে পুনর্নির্বাচনের দাবি করছি। সেইসঙ্গে আমার প্রতিপক্ষকে নির্বাচন বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনের ফলাফল বাতিল করে তার বিরুদ্ধে যথাবিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

হিরো আলমের এই দাবির দুই দিন পর কমিশন গেজেট প্রকাশ করল। এবার আইন অনুযায়ী হাইকোর্টে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। এ ক্ষেত্রে তাকে হাইকোর্টের এ সংক্রান্ত বেঞ্চে অভিযোগ দায়ের করতে হবে। এ প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি এখনও গেজেটের কপি পাইনি। কমিশন গেজেট প্রকাশ করলে আমি হাইকোর্টে রিট করব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission