পদত্যাগ করলেন নওয়াজ শরিফ (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮ জুলাই ২০১৭ , ০৩:২৭ পিএম


পদত্যাগ করলেন নওয়াজ শরিফ (ভিডিও)

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত তাকে সরকারি কোন দপ্তর পরিচালনার জন্য অযোগ্য ঘোষণা করার ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ করেন।

বিবিসি জানায়, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে তার পদত্যাগের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

নওয়াজ শরিফের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আয়ের সাথে সম্পদের অসঙ্গতি থাকার অভিযোগ কেন্দ্র করে এই রায় দেন সুপ্রিমকোর্ট।

রায়কে ঘিরে ইসলামাবাদের আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

২০১৫ সালে পানামা পেপার্স ফাঁসের পর জানা যায় নওয়াজ শরিফের সন্তানরা বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।

বিজ্ঞাপন

আজ পাঁচজন বিচারকের বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের বিচারক এজাজ আহমেদ খান বলেছেন,  নওয়াজ শরিফ এখন আর একজন সৎ সংসদ সদস্য হিসেবে কাজ করার যোগ্য নন।

নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম এবং তার স্বামী সফদর, অর্থমন্ত্রী ইশরাক দারসহ আরো কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন আদালত।

এদিকে রায় মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান।

পাকিস্তানের ইতিহাসে কোন বেসামরিক প্রধানমন্ত্রী পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারেনি।

 

এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission