প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে : ওবায়দুল কাদের (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

রোববার, ১৬ জুলাই ২০১৭ , ০৫:৪২ পিএম


প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে : ওবায়দুল কাদের (ভিডিও)

বিএনপি জোটের প্রধান টার্গেট হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। তাই বারবার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হয়েছে। এখনো হচ্ছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

রোববার চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় কেবি কনভেনশন হলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এখন প্রধান শত্রু আওয়ামী লীগ নয়। বিএনপি এবং তার দোসরদের প্রধান টার্গেট শেখ হাসিনা। শেখ হাসিনাকে হটাতে পারলেই বিএনপির শান্তি।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ। বিদেশে বসে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকারকে হটানোর চক্রান্ত কোনোদিনও সফল হবে না। 

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ অনেকে। 

দক্ষিণ চট্টগ্রামের ৮টি উপজেলা ও ৫টি পৌরসভার জনপ্রতিনিধি এবং সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২২০০ প্রতিনিধি সভায় যোগ দেন। 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission