জার্মানিতে রাশিয়ার বিলাসবহুল ইয়ট জব্দ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ , ০৩:৫৯ পিএম


জার্মানিতে রাশিয়ার বিলাসবহুল ইয়ট জব্দ
সুপার-ইয়ট

ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে সুপার-ইয়ট জব্দ করেছে জার্মানি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর কঠোর সিদ্ধান্তের পর এ ঘটনা ঘটল। ওই সিদ্ধান্তে রুশ সরকারের পাশাপাশি দেশটির ক্ষমতার কাছাকাছি থাকা ধনকুবেরদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।  

বিজ্ঞাপন

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫১২ ফুট লম্বা ‘দিলবার’ নামের ইয়টকে হামবুর্গ থেকে জব্দ করা হয়।

দিলবার ইয়টটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ইয়ট। জার্মানির লারসেন শিপইয়ার্ডে এটি নির্মিত হয়। বিলাসবহুল এ জাহাজের যাত্রী মাত্র ৪০ জন। আর ইয়টের ক্রু তার দ্বিগুণ।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রায় ৫ হাজার ১০০ কোটি টাকা (৬০০ মিলিয়ন ডলার) মূল্যের সুপার-ইয়টের মালিক রুশ অলিগার্ক বিলিয়নেয়ার আলিসার উসমানভ। রুশ অলিগার্ক বলতে সেসব ধনকুবেদের বোঝায়, যারা দেশটির রাষ্ট্রীয় ক্ষমতার খুব কাছাকাছি থাকে।

এখন পর্যন্ত ইইউ যে ২৫ জন রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আলিসার উসমানভ তাদের অন্যতম।

ভ্যাসেল ফাইন্ডারের তথ্য অনুযায়ী সর্বশেষ ৫ জানুয়ারি থেকে হামবুর্গের পোর্টেই ইয়টটি অবস্থান করছিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission