লিবিয়ায় বিমানঘাঁটিতে সংঘর্ষে ৬০ জন নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৯ মে ২০১৭ , ০৬:৫৬ পিএম


লিবিয়ায় বিমানঘাঁটিতে সংঘর্ষে ৬০ জন নিহত

লিবিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক বিমান ঘাঁটিতে সংঘর্ষে অন্তত ৬০ জন নিহত হয়েছে।  শুক্রবার  বিকালে বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

বিবিসি জানায়,  বৃহস্পতিবার সকালে একটি বিদ্রোহী গোষ্ঠী ঘাঁটিটির দখল নেয়ার জন্য হামলা চালানোর পর সংঘর্ষ শুরু হয়।  স্থানীয় হাসপাতালগুলোতে ৬০টি মরদেহ থাকার কথা জানা গেছে। নিহতদের মধ্যে ঘাঁটিতে কর্মরত বেসামরিক নাগরিকও রয়েছেন। নিহতদের বেশির ভাগই স্বঘোষিত জেনারেল খালিফা হাফতার-এর নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জড়িত।

শহরটির মেয়র ইবরাহিম জামি জানিয়েছেন, নিহতদের অনেককেই গলা কেটে হত্যা করা হয়েছে। কয়েকটি যুদ্ধবিমানে আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

লিবিয়া সরকারের পশ্চিমাঞ্চলের  মুখপাত্র মোহাম্মেদ আগলিওয়ান জানান, তারা ঘাঁটিটি দখলমুক্ত করেছেন এবং ঘাঁটির ভেতরে থাকা সব বিদ্রোহীদের নিষ্ক্রিয় করা হয়েছে।

২০১১ সালে লিবিয়া প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি উৎখাতের পর থেকে লিবিয়ায় সংঘাত ছড়িয়ে পড়ে।

এদিকে গেল বুধবার আন্তর্জাতিক অভিবাসী সংস্থার সহায়তায় মোট ১২ জন লিবিয়া প্রবাসী বাংলাদেশিকে ফেরত আনে সরকার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমসি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission