আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত বেড়ে ৪৭, আইএসের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৬ অক্টোবর ২০২১ , ১০:২৫ এএম


আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত বেড়ে ৪৭, আইএসের দায় স্বীকার

আফগানিস্তানের শিয়া মসজিদে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। শুক্রবারের (১৫ অক্টোবর) এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএসের আফগান শাখা (আইএস-কে)।

বিজ্ঞাপন

হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন তালেবানের সংস্কৃতি ও তথ্য বিভাগের কান্দাহার শাখার প্রধান হাফিজ সায়িদ।

শুক্রবার দেশটির কান্দাহারের শিয়া মুসলিমদ সম্প্রদায়ের সবচেয়ে বড় মসজিদ বিবি ফাতিমা মসজিদে একাধিক বিস্ফোরণ ঘটে।

বিজ্ঞাপন

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়িদ খোসতি টুইটারে বলেছেন, ‘কান্দাহারে শিয়াদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে জেনে আমরা খুবই দুঃখিত। সেখানে আমাদের বেশ কয়েকজন স্বদেশি শহীদ ও আহত হয়েছেন। তালেবানের বিশেষ বাহিনী ওই এলাকায় পৌঁছেছে। দুষ্কৃতকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

এদিকে ঘটনার কয়েক ঘণ্টা পরই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএসের খোরাসান শাখা (আইএস-কে)। তারা জানিয়েছে, এ ঘটনা ঘটিয়েছে আইএসের আত্মঘাতী হামলাকারীরা। মসজিদের বারান্দায় প্রথমজন আর দ্বিতীয়জন তার বিস্ফোরক ভেস্টটির বিস্ফোরণ ঘটায় মসজিদের ভেতরে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন যে, মসজিদের প্রধান ফটকের কাছে তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। বিস্ফোরণের সময় মসজিদটি মানুষে পূর্ণ ছিল এবং এর পরপরই সেখানে ১৫টি অ্যাম্বুলেন্স ছুটে আসে।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, বিস্ফোরণে আহতদের অবস্থা দেখে আশঙ্কা করা হচ্ছে, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত সপ্তাহেও আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একটি মসজিদে একই ধরনের হামলা চালিয়েছিল আইএস-কে। ওই ঘটনাতেও প্রায় অর্ধশত নিহত ও শতাধিক আহত হন।

সূত্র : আল জাজিরা

ডব্লিউএস/এমএন/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission