পেয়ারা খেতে খেতে দুই টিয়ার খোশগল্পের ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ মার্চ ২০২১ , ০৮:৩৬ পিএম


Parrot Talking and Eating Guava on Tree
পেয়ারা খেতে খেতে খোশগল্পে মেতেছে টিয়া দুটি

কাকাতুয়া কিংবা ময়নার মতো টিয়াও মানুষের মতো কথা বলতে পারে। শেখানো বুলি পটাপট বলতে থাকে এ পাখিগুলো।

বিজ্ঞাপন

কিন্তু কখনো কি দেখেছেন, টিয়া পাখি পেয়ারা খেতে খেতে মানুষের মতো গল্প করছে? হ্যাঁ, ঠিক এমনটাই হয়েছে এবং তার ভিডিও রীতিমতো ভাইরালও হয়েছে। 

আরও পড়ুন : লক্ষ্মীপুর-২ আসনে নৌকার টিকিট পেলেন নয়ন

ভিডিওতে দেখা যাচ্ছে, দুটি টিয়া একসঙ্গে পেয়ারা খাচ্ছে আর নিজেদের মধ্যে খোশগল্প করছে। ভিডিওর প্রথম দিকে দেখা যায়, একটি টিয়া পাখি গাছের ডালে বসে পেয়ারা খাচ্ছে। কিছুক্ষণ পরেই আরেকটি টিয়া পাখি একই ডালে আসে। 

এরপর দুজনে একে-অপরের সঙ্গে কথোপকথন শুরু করে। খোশগল্প করতে করতে পেয়ারা খেতে থাকে তারা। একপর্যায়ে এক ব্যক্তি এসে টিয়া দুটির দিকে একটি পাকা পেয়ারা এগিয়ে দেয়। তারপর দুই টিয়া মিলে খেতে থাকে সেই পেয়ারা। 

বিজ্ঞাপন

আরও পড়ুন : পুলিশ করলো জরিমানা, নারী দিল চুমু

জানা গেছে টিয়া দুটির মধ্যে একজনের নাম শাফিন, অন্যজনের নাম অ্যালেক্স। তারা মূলত ভারতের একটি পাখিশালায় বেড়ে ওঠা দুটি আলাদা জাতের টিয়া।

আরও পড়ুন : বোরকা পরা নিষিদ্ধ হচ্ছে

টিএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission