ভোটের মাঠে নেমে চা বানিয়ে খাওয়ালেন মমতা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১ , ১০:৫৮ পিএম


ভোটের মাঠে নেমে চা বানিয়ে খাওয়ালেন মমতা (ভিডিও)
ভোটের মাঠে নেমে চা বানিয়ে খাওয়ালেন মমতা (ভিডিও)

নির্বাচনে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে ভোট করছেন তিনি। এজন্য আসন্ন নির্বাচন উপলক্ষে স্থানীয় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন। সেই সঙ্গে বিভিন্ন মন্দির ও মাজারেও গিয়েছেন। ভোট চাইছেন সবার কাছে। তাই তো ভোট চাওয়ার অংশ হিসেবে এবার স্থানীয় একটি চায়ের দোকানে গিয়ে নিজে চা বানিয়ে খাওয়ালেন ভোটারদের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ মার্চ) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে এ বিষয়ে। এদিকে মমতার চা বানানোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একজন মুখ্যমন্ত্রীর চা বানিয়ে জনগণকে খাওয়ানোর বিষয়টি নিয়েই আলোচনা চলছে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ভোটের প্রচারণায় এসে এমনটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার ভেরিফাইড ফেসবুক পেজের একটি লাইভ ভিডিওতে তাকে চা বানাতে দেখা গিয়েছে। তিনি চা বানাচ্ছেন আর সাধারণ জনগণ সামনে দাঁড়িয়ে আছে। একজন সহায়ক সেই চা বিতরণ করছেন।

পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ভোটের আকাঙ্ক্ষায় মাঠে নেমেছে বিজেপি, তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস ও বাম দল। প্রচারণার অংশ হিসেবে মমতাও মাঠে নেমেছেন।

বিজ্ঞাপন

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission