জঙ্গি তৎপরতা সরকারের কৌশল : রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭ , ০৩:৪৬ পিএম


জঙ্গি তৎপরতা সরকারের কৌশল : রিজভী

ভারতের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে জঙ্গি তৎপরতাকে কৌশল হিসেবে সামনে এনেছে সরকার। বললেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, জনগণ যখন প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদ করছে ঠিক তখনই আবারো জঙ্গি তৎপরতার কৌশল সামনে নিয়ে এসেছে। ভারতের সঙ্গে প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি থেকে মানুষের দৃষ্টি ভিন্নদিকে নিতেই সরকারের এ কৌশল।

বিজ্ঞাপন

তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ে দেশের মানুষকে  অন্ধকারে ফেলে রাখা হচ্ছে। সন্দেহজনক যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে সঙ্গে সঙ্গেই হত্যা করা হচ্ছে। সেটিও রহস্যের জন্ম দিচ্ছে। বর্তমানে গুম-অপহরণের অধিকাংশ ঘটনা পুলিশ থানায় নথিভুক্ত করতে চায় না। জঙ্গি দমনে সরকারের রহস্যজনক আচরণের কারণেই জঙ্গিবাদ নির্মূল হচ্ছে না।

বিএনপির এই নেতা বলেন, জঙ্গি হামলায় কারা লাভবান হচ্ছে? কারা এই ইস্যুটি  রেখে দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রেখেছে এটি জনগণের কাছে এখন পরিষ্কার। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিকে বানচাল করার জন্যই ঘৃণ্য এ তৎপরতা।

বিজ্ঞাপন

এইচটি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission