যেসব খাবার দুর্বল শরীরকে শক্তিশালী করে তুলবে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০২:৩৬ পিএম


খাবারের তালিকা
ছবি: সংগৃহীত

দৈনন্দিন জীবনে অনেকেই তিন বেলা খেয়েও দুর্বলতা অনুভব করেন। চিকিৎসকদের মতে, শুধু পরিমাণে খাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কী খাচ্ছেন। কিছু নির্দিষ্ট খাবার আছে যা নিয়মিত খেলে শরীর দ্রুত শক্তিশালী হতে শুরু করে।  

বিজ্ঞাপন

নিচে এমন কিছু খাবারের তালিকা দেওয়া হলো: 

সতেজ মৌসুমি ফল ও সবজি:  প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে হবে মৌসুমি ও বিষমুক্ত ফল-সবজি। এগুলোতে রয়েছে প্রচুর ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্ট।

বিজ্ঞাপন

চর্বিহীন প্রোটিন:  মাছ, চিকেন, ডিম, সয়াবিন, ডাল—এগুলো প্রোটিনের ভালো উৎস। স্যামন বা টুনার মতো ওমেগা-৩ সমৃদ্ধ মাছ হৃদযন্ত্রের জন্যও ভালো।

বাদাম ও বীজ: কাজু, আখরোট, কুমড়ার বীজ, সূর্যমুখী বীজ শরীরে শক্তি বাড়ায়। এগুলো ক্লান্তি দূর করে ও পুষ্টি জোগায়।  

শস্যদানা ও কমপ্লেক্স কার্বোহাইড্রেট:  ব্রাউন রাইস, ওটস, ডাল, ভুট্টা, ছোলা, মসুর ডাল এসব খাবার শরীরকে দীর্ঘ সময় শক্তি দেয়। রিফাইন্ড চিনি বা সাদা ময়দা বাদ দিয়ে এগুলো বেছে নেওয়া ভালো। 

বিজ্ঞাপন

প্রসেসিং ফুড এড়িয়ে চলা: ফাস্টফুড বা প্যাকেটজাত খাবারে পুষ্টি কম, ক্ষতি বেশি। এগুলো শরীরকে দুর্বল ও ভারী করে ফেলে।

বিজ্ঞাপন

পানি: পানি সরাসরি শক্তি না দিলেও শরীরের সমস্ত বিপাকীয় (metabolic) প্রক্রিয়া ঠিকভাবে চলার জন্য অপরিহার্য। হাইড্রেটেড থাকলে ক্লান্তি কমে, মনোযোগ বাড়ে এবং শারীরিক কর্মক্ষমতা উন্নত হয়।

কলা: সহজপাচ্য এই ফলটিতে রয়েছে প্রচুর পটাসিয়াম, কার্বোহাইড্রেট ও ভিটামিন B6। তাৎক্ষণিক শক্তির জন্য কলা আদর্শ খাবার।

ভিটামিন ও সম্পূরক খাবার: যদি প্রতিদিনের খাবার থেকে পর্যাপ্ত পুষ্টি না পাওয়া যায়, তবে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে মাল্টিভিটামিন বা নির্দিষ্ট ভিটামিন গ্রহণ করতে পারেন। যেমন: ভিটামিন D, B12, আয়রন, জিঙ্ক ও ক্যালসিয়াম সবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শক্তির ভারসাম্য রক্ষায়।

ওটস: এতে রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ও ফাইবার, যা ধীরে হজম হয় ও দীর্ঘ সময় ধরে শক্তি দেয়। সকালের নাশতায় দুধ বা ফল মিশিয়ে খেতে পারেন।

এই খাবারগুলো দৈনন্দিন খাদ্যতালিকায় রাখলে শরীরের দুর্বলতা দ্রুত কমে আসবে এবং কর্মক্ষমতা বাড়বে। নিয়মিত এসব খাবার খেলে ধীরে ধীরে শরীর দুর্বলতা কাটিয়ে চাঙা হয়ে উঠবে। সঙ্গে পর্যাপ্ত পানি ও ঘুম নিশ্চিত করাও জরুরি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission