শিশুকে স্ট্রলারে রাখা কতটা নিরাপদ?

ঝুমা মৃধা

শনিবার, ০৩ মে ২০২৫ , ০৩:৪২ পিএম


শিশুকে স্ট্রলারে রাখা কতটা নিরাপদ?
মডেল: ইনারা ইমরান

শিশুকে নিয়ে বাইরে বের হওয়া মানেই একটু আলাদা করে মনোযোগী হওয়া। তাই স্ট্রলার অনেক মায়েরই নির্ভরতার নাম। আরামদায়ক, সহজে বহনযোগ্য, আর শিশুও তাতে থাকে বেশ শান্ত। এ কারণে শহুরে জীবনযাত্রায় এটি দারুণ জনপ্রিয়। কিন্তু আপনি কি জানেন, সামান্য অসাবধানতা বা ভুল ব্যবহার আপনার শিশুর জন্য বিপদের কারণ হতে পারে?

বিজ্ঞাপন

চলুন জেনে নিই শিশুকে স্ট্রলারে রাখার সাধারণ ঝুঁকিগুলো—

সিট বেল্ট ঠিকমতো না লাগানো
স্ট্রলারে শিশুকে বসানোর পর সিট বেল্ট ঠিকমতো না লাগালে শিশুটি স্লিপ করে নিচে পড়ে যেতে পারে। বিশেষ করে চলন্ত অবস্থায় ঝুঁকির পরিমাণ বেড়ে যায়।

বিজ্ঞাপন

অতিরিক্ত জিনিসপত্র রাখা
অনেকেই স্ট্রলারের হ্যান্ডেলে ব্যাগ, বাজারের থলে বা ভারী জিনিস ঝোলান, যার ফলে স্ট্রলার উল্টে যেতে পারে। এতে শিশুর মারাত্মক আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে।

ব্রেক না ব্যবহার করা
স্ট্রলার থামিয়ে রাখার সময় ব্রেক না লাগালে এটি রোল করে চলে যেতে পারে, বিশেষত ঢালু জায়গায়। এ ধরনের ঘটনায় অনেক দুর্ঘটনা ঘটে থাকে।

অসতর্ক অবস্থানে ফেলে রাখা
অনেকে স্ট্রলারটিকে রান্নাঘরের পাশে, সিঁড়ির ধারে বা রাস্তাঘাটে অরক্ষিতভাবে ফেলে রাখে। এতে অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটতে পারে।

বিজ্ঞাপন

দীর্ঘক্ষণ স্ট্রলারে রাখা
চিকিৎসকরা বলছেন, শিশুকে একটানা দীর্ঘ সময় স্ট্রলারে রাখলে তার শারীরিক বিকাশে প্রভাব পড়তে পারে, বিশেষ করে পিঠ ও ঘাড়ের স্বাভাবিক গঠন ব্যাহত হতে পারে।

বিজ্ঞাপন

নিরাপদে স্ট্রলার ব্যবহারের কিছু পরামর্শ:

  • প্রতিবার ব্যবহার করার আগে সিট বেল্ট ও ব্রেক ঠিক আছে কিনা দেখে নিন।
  • হ্যান্ডেলে ভারী কিছু ঝোলানো থেকে বিরত থাকুন।
  • চলন্ত গাড়ির সামনে বা ব্যস্ত রাস্তায় স্ট্রলার ব্যবহার করার সময় সতর্ক থাকুন।
  • মাঝেমধ্যে শিশুকে কোলে নিয়ে স্ট্রলার থেকে বের করে দিন, যেন সে সোজা হয়ে বসতে বা খেলতে পারে।
  • স্ট্রলারের ম্যানুয়াল পড়ে সঠিক ব্যবহার পদ্ধতি জেনে নিন।

স্ট্রলার নিঃসন্দেহে অভিভাবকদের জীবনকে সহজ করে তুলেছে। তবে যেকোনো প্রযুক্তি বা যন্ত্রের মতোই, সচেতন ব্যবহারে এটি উপকারী, আর অসাবধানতায় হতে পারে বিপদজনক। তাই আপনার শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্রলার ব্যবহার করুন বুঝে-শুনে, সতর্কভাবে।

আরটিভি/জেএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission