আজ প্রপোজ ডে, যেভাবে জানাবেন মনের কথা

আরটিভি নিউজ

বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ , ০৭:৪৭ পিএম


আজ প্রপোজ ডে, যেভাবে জানাবেন মনের কথা

ভালোবাসার মানুষ হিসেবে কাউকে চাওয়ার আগে অবশ্যই তার সম্মতি প্রয়োজন।  আর তার এই সম্মতি আদায় করতে হবে খুব শালীন ও সবচেয়ে সুন্দর উপায়ে ভালোবাসা হলো আবেগ প্রকাশের সবচেয়ে সুন্দর রূপ।  এটি এমন একটি আবেগ যা প্রকাশের চেয়ে অনুভূত বেশি হয়। শৈশবকাল থেকে চিরন্তন ভালোবাসার গল্প আমরা সবাই পড়েছি।  ১৪ ফেব্রুয়ারির সর্বাধিক প্রতীক্ষিত ভালোবাসা দিবসের পূর্ববর্তী ভ্যালেন্টাইনস সপ্তাহে আপনার ভালোবাসা প্রকাশের চেয়ে আর ভালো উপায় কী হতে পারে।  ভ্যালেন্টাইনস সপ্তাহের ৮ ফেব্রুয়ারি ‘প্রোপজ ডে’ হিসেবে পালিত হয়।  আর মনের মানুষকে মনের কথা জানানোর জন্য এই দিনটিই তাই সবচেয়ে সুন্দর দিন।

বিজ্ঞাপন

আজকের দিনটি ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন।  যা কি-না সাত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত উদযাপিত হয়।  গতকাল ছিল ভালোবাসার মানুষকে গোলাপ দেওয়ার দিন অর্থাৎ ‘রোজ ডে’।  বিশেষ মানুষটিকে মনের কথা জানিয়ে দেয়াটা এত সহজ নয় কারণ আপনি কী বলবেন এবং কী করতে চাচ্ছেন তা আগে থেকেই গুছিয়ে নেওয়া দরকার।  

বিজ্ঞাপন

ভালোবাসার মানুষের সামনে আমাদের ভালোবাসা প্রকাশের সময় এলেই মুশকিলে পড়ে যেতে হয়।  কাউকে প্রোপজ করাটা আসলে এমন একটি বিষয় যা কেবল একবারই করা সম্ভব এবং আপনি যদি সঠিক জায়গায় তা বলতে পারেন তবেই পছন্দের মানুষটির ভালোবাসা অর্জন করতে পারবেন।

বিজ্ঞাপন

ভালোবাসার কথা জানানোর পরে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে অনেকে মনের কথা মনে চেপে যান। কিন্তু আপনি যদি না-ই বলেন, তাহলে হলেও হতে পারতো একটি ভালোবাসা শুরুর আগেই শেষ হয়ে যায়। তাই এতো না ভেবে মনের কথা জানিয়ে দিন।  যদি সে আপনার জন্যই হয়, তাবে ‌‘হ্যাঁ’ বলবে।  যদি ‘না’ বলে, তবুও হতাশ হবেন না।

বিজ্ঞাপন

 

অপরপক্ষ আপনার প্রস্তাব গ্রহণ করলে খুব স্বাভাবিকভাবেই তা আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে শতগুণ।  কোনো একজন মানুষ সারাজীবন আপনার সঙ্গে চলতে আগ্রহী, সারাজীবন ধরে পরস্পর আবেগ ভাগাভাগির এই প্রক্রিয়াটি শুরু হয় ‘প্রোপজ’-এর মাধ্যমে।  তাই এই দিনটিকে বিশেষ করে তুলুন আপনার প্রিয়জনের কাছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission