খাগড়াছড়িতে সেনাবাহিনীর রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ

আরটিভি অনলাইন রিপোর্ট, খাগড়াছড়ি

বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০১৭ , ১১:৪৫ পিএম


খাগড়াছড়িতে সেনাবাহিনীর রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর রিক্রুট ব্যাচ ১৭-১’র ৯৬৯ জন সৈনিকের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনে অবস্থিত অ্যাডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সশস্ত্র সালাম গ্রহণ করেন ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রাম অঞ্চলের

বিজ্ঞাপন

জেনারেল অফিসার কমান্ডিং-জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রি. জেনারেল মীর মুশফিকুর রহমান, ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে. কর্নেল তাজুল ইসলাম, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামসহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ছয় মাসের প্রশিক্ষণে বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের পুরস্কৃত করা হয় এ অনুষ্ঠানে। পরে প্রশিক্ষণার্থীদের শপথ বাক্য পাঠ করান ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে: কর্নেল তাজুল ইসলাম।

বিজ্ঞাপন

এসময় জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার যে দায়িত্ব আপনারা নিয়েছেন তা পালনে প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনাদের সহায়ক হবে। প্রতিটি মুহূর্তে নিজের আত্মবিশ্বাসকে সমুন্নত রাখতে হবে।

বিজ্ঞাপন

১৭-১ রিক্রুট ব্যাচ অ্যাডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টার’র দ্বিতীয় ব্যাচ। এ ব্যাচে রিক্রুট হয় ১০০৭ জন। এরমধ্যে প্রশিক্ষণ শেষ করেছেন ৯৬৯ জন।

কে/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission