বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে রিভিউ আবেদনের আদেশ স্থগিত

আরটিভি নিউজ

রোববার, ২৯ জুন ২০২৫ , ১০:০১ এএম


বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের সেই আদেশ স্থগিত
সংগৃহীত ছবি

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা অনুমোদন ও গ্রহণের বিষয়ে ২০১৮ সালে আপিল বিভাগের দেওয়া আদেশ স্থগিত করেছেন দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি এ বিষয়ে আপিলেরও অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

রোববার (২৯ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম এমদাদুল হক ও ফারাহ মাহবুব।

আদালতের এ আদেশের ফলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে চলমান রিটের শুনানি নিষ্পত্তির আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, ‘বিচার বিভাগকে ব্যবহার করে তৎকালীন সরকার এই শৃঙ্খলা বিধি গ্রহণ করেছিল, যা নজিরবিহীন। তাই আদালতের অনুমতি নিয়ে রিভিউ আবেদন করা হয়।’

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে, গত ২৬ জুন তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট গ্রহণের আদেশ দিয়েছিল। আজ সেই আদেশের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি শেষে তা স্থগিত করা হলো।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর ‘মাসদার হোসেন’ মামলার রায়ে নিম্ন আদালতের বিচারকদের স্বাধীনতা ও পৃথকীকরণের বিষয়ে ১২ দফা নির্দেশনা দিয়েছিলেন আপিল বিভাগ। এর মধ্যে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করা, জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন, বিচারকদের নিয়োগ, পদোন্নতি, বদলি, শৃঙ্খলাসহ অন্যান্য বিষয়ে আলাদা বিধিমালা প্রণয়নের কথা ছিল। ২০০৫ সালে ওই রায় বহাল রাখে আপিল বিভাগ।

বিজ্ঞাপন

আরটিভি/এআর

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission