শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি, নবম গ্রেডসহ পদ ৪২

আরটিভি নিউজ

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ১০:১৬ এএম


চাকরি
ছবি: সংগৃহীত

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে সাত ক্যাটাগরির পদে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

যা যা প্রয়োজন

১. পদের নাম: পরিকল্পনা কর্মকর্তা

বিজ্ঞাপন

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা থেকে প্রকল্প প্রণয়ন, সম্ভাব্যতা সমীক্ষা পিসিআর বা ডিপিপি বা আরডিপি প্রণয়ন, প্রকল্পের কার্যক্রম পরিবীক্ষণ ও রিপোর্টিং কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড: ৯)

বিজ্ঞাপন

২. পদের নাম: এস্টিমেটর

বিজ্ঞাপন

পদসংখ্যা: ৩

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে যন্ত্র প্রকৌশল, তড়িৎ প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড: ১১)

৩. পদের নাম: লাইব্রেরিয়ান

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগারবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড: ১৩)

৪. পদের নাম: সহকারী গুদামরক্ষক

পদসংখ্যা: ২

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড: ১৬)

৫. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান

পদসংখ্যা: ৩৩ (মেশিন টুলস অপারেশন ১৮ জন, জেনারেল ইলেকট্রনিকস ২, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস ৪, অটোমোটিভ ১, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ২, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ৪, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ২ জন)

যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট (টিটিসি) পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড: ১৬)

৬. পদের নাম: জুনিয়র ড্রাফটসম্যান

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট (টিটিসি) পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড: ১৬)

৭. পদের নাম: পাম্প ড্রাইভার

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট (টিটিসি) পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড: ১৮)

বয়স: সব পদে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি: ১ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা, ২ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা, ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ২২৩ টাকা ও ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ জানুয়ারি ২০২৫, বিকেল পাঁচটা পর্যন্ত।

আরটিভি/এফআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission