তিন সন্তানকে মেরে ফেলার পরও স্ত্রীকে ক্ষমা করে দিলেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০৪:৪০ পিএম


তিন সন্তানকে মেরে ফেলার পরও স্ত্রীকে ক্ষমা করে দিলেন স্বামী!
প্রতীকী ছবি

দুধের সঙ্গে বিষ মিশিয়ে নিজের তিন সন্তানকে মেরে ফেলার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। কিন্তু, শেষ পর্যন্ত শাস্তি পেতে হচ্ছে না তাকে। কারণ, ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা তুলে নিয়ে সংসার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হতভাগ্য ওই শিশু তিনটির বাবা। 

বিজ্ঞাপন

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। নৃশংস ওই হত্যাকাণ্ডের ২৩ দিন পর বুধবার (১৬ জুলাই) স্ত্রীকে ক্ষমা করে আদালতে একটি পুনর্মিলন চুক্তি জমা দিয়েছেন ওই তিন শিশুর বাবা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। 

বিজ্ঞাপন

পাকিস্তানি সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরে নিজের তিন শিশু সন্তানকে দুধে বিষ মিশিয়ে পান করিয়েছিলেন জোনাইরা বিবি নামে এক মা। নিহতরা হলো ৮ মাস বয়সী মেয়ে মার্সিয়া, আড়াই বছর বয়সী ছেলে নোয়েল এবং ৪ বছর বয়সী মেয়ে মানসা। মৃত্যুর সময় তারা তাদের মায়ের সামনেই যন্ত্রণায় কাতরাচ্ছিল। 

এ ঘটনায় স্থানীয় থানায় জোনাইরার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন তার স্বামী ও শিশু তিনটির বাবা সালিম মাসিহ। জোনাইরা তখন থেকে আদিয়ালা কারাগারে আটক রয়েছেন। তবে, ২৩ দিন না যেতেই নিজের মন পাল্টে ফেলেছেন সালিম। আদালতে তিনি একটি নোটারাইজড হলফনামা এবং একটি লিখিত চুক্তি জমা দিয়ে ঘোষণা করেন, সন্তানদের মৃত্যুর জন্য তিনি তার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন এবং মামলাটি আর এগিয়ে নিতে চান না।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ, শামস হুসেন সিয়াল, পুনর্মিলনের ভিত্তিতে অভিযুক্তকে খালাস দেওয়ার আবেদনের শুনানি শেষ করেছেন এবং রায় সংরক্ষণ করেছেন, যা আগামী ১৯ জুলাই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আদালতের কার্যক্রম চলাকালীন উভয় পক্ষের আইনজীবী পুনর্মিলনের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে অভিযোগকারী আর বিচার চালিয়ে যেতে চান না।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission