নির্বাচনে হেরেও ক্ষমতায় থাকতে চাইছেন জাপানের প্রধানমন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২১ জুলাই ২০২৫ , ১২:১৯ পিএম


নির্বাচনে হেরেও ক্ষমতায় থাকতে চাইছেন জাপানের প্রধানমন্ত্রী!
ফাইল ছবি

জাপানের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দেশটির ক্ষমতাসীন জোট সরকার। কিন্তু, এরপরও ক্ষমতায় থাকতে চেষ্টা করছেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, এখনই সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার।

বিজ্ঞাপন

রোববার (২০ জুলাই) তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হয়েছে জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির ইস্যুর কারণে এই নির্বাচনে হতাশাজনকভাবে হেরে গেছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও এর অংশীদার কোমেইতো। তবে, ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন, তিনি ‘এই কঠিন ফল’ আন্তরিকভাবে গ্রহণ করেছেন, তবে এখন তার দৃষ্টি হলো বাণিজ্য আলোচনা। খবর বিবিসি বাংলার।

এর আগে, গত বছর দেশটির শক্তিশালী নিন্মকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারায় শিগেরু ইশিবার জোট সরকার। এবার উচ্চকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারালো তার জোট। জাপানের ২৪৮ সদস্যের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে মাত্র ৫০টি আসন দরকার ছিল ক্ষমতাসীন জোটের। কিন্তু, তারা পেয়েছে ৪৭টি আসন। আরও একটি আসনের ফল ঘোষণা বাকি আছে।

বিজ্ঞাপন

কান্দা ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জাপানিজ স্টাডিজের শিক্ষক জেফরি হল বিবিসি নিউজকে বলেছেন, এলডিপির রক্ষণশীল সমর্থন ভিত্তিকে ভাগ করেছে কয়েকটি ডানপন্থী দল। প্রধানমন্ত্রী ইশিবাকে যথেষ্ট রক্ষণশীল বলে মনে করেন না সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সমর্থকরা। তারা মনে করেন, তার শুধু জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গীই নেই তা নয়, বরং চীনের বিরুদ্ধেও তার শক্ত দৃষ্টিভঙ্গী নেই, যা শিনজো আবের ছিল।  

ভোটারদের হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে এবারের নির্বাচনের ফলকে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনার বিষয়টি ব্যাপক ভূমিকা রেখেছে এতে।

বহু মানুষ মূল্যস্ফীতি নিয়ে চরম অসন্তুষ্ট, বিশেষ করে চালের দাম নিয়ে। এর সাথে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে এলডিপিকে ঘিরে হওয়া নানা কেলেঙ্কারি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এলডিপির শেষ তিন প্রধানমন্ত্রীকে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগ করতে হয়েছিল দুই মাসের মধ্যে। বিশ্লেষকরা মনে করেন এবারেও একই বিষয় হতে পারে। 

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission