ইরান থেকে অভিবাসীদের‌ ‘জোরপূর্বক’ ফেরত পাঠানোয় আফগানিস্তানের ক্ষোভ  

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ২০ জুলাই ২০২৫ , ১১:১৭ এএম


ইরান থেকে অভিবাসীদের‌ ‘জোরপূর্বক’ ফেরত পাঠানোয় আফগানিস্তানের ক্ষোভ  
ইরান ছাড়ছে আফগানিস্তানের প্রবাসীরা। ছবি: সংগৃহীত

ইরান থেকে আফগান অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনায় আফগানিস্তান তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ। 

বিজ্ঞাপন

শনিবার (১৯ জুলাই) সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলা হয়, আফগান সরকারের অর্থ মন্ত্রণালয়ের কারিগরি উপমন্ত্রী আবদুল লতিফ নাজারি বলেছেন, ইরান ইসলামিক আমিরাতের (তালেবান সরকারের) সঙ্গে করা প্রতিশ্রুতি মানছে না।

তিনি আরও বলেন, দুই মাসেরও কম সময় আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ইরান সফরকালে আমি নিজেও প্রতিনিধি দলে ছিলাম। সে সময় ইরানের সঙ্গে বিভিন্ন আলোচনায় বসেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে, কোনো প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। বরং যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার উল্টো চিত্র আমরা দেখেছি। ইরান থেকে এভাবে এলোমেলোভাবে আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর কোনো সমঝোতা হয়নি। 

বিজ্ঞাপন

টোলো নিউজের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইরান ও পাকিস্তানে অবস্থানরত আফগান অভিবাসীরা বাড়তে থাকা চাপ ও গণ-নির্বাসনের হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ইরানে থাকা আফগান অভিবাসী এনায়েত আলকোজাই বলেন, ইরানে আফগান অভিবাসীদের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে, অভিবাসীরা হতাশ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের অবস্থার উন্নতির জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। 

পাকিস্তানে থাকা আরেক আফগান অভিবাসী মালাক আওয়াল শিনওয়ারি জানান, আফগান অভিবাসীরা চরম দুর্ভোগে আছেন। তারা কোনো কাজ বা ব্যবসা করতে পারছেন না, প্রদেশের মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না। বিশেষ করে পাঞ্জাবে আফগান অভিবাসীদের আটক করা হচ্ছে। 

বিজ্ঞাপন

এর আগে, আফগান শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয় জানায়, শুধু সোরাতান (আফগান বর্ষপঞ্জি) মাসেই ইরান থেকে ৮ লাখ ২০ হাজারের বেশি আফগান অভিবাসীকে জোর করে ফেরত পাঠানো হয়েছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বাধিক।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission