ইসরায়েলের তেলআবিবে অবস্থিত বেন-গুরিয়ন বিমানবন্দরসহ দখলদার ইসরাইলের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হামলায় পাঁচটি ড্রোন ও একটি ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি সামরিক বাহিনী।
বুধবার (৩০ জুলাই) পৃথক বিবৃতিতে এসব দাবি করে বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।
বিবৃতিতে তিনি জানান, প্রথম হামলায় ইসরাইল অধিকৃত ইয়াফা এলাকায় দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আশকেলন ও নেগেভ (নাকাব) অঞ্চলের ইসরাইলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন পাঠানো হয়।
সবগুলো অভিযান সফল হয়েছে বলে দাবি করে ইয়েমেনি বাহিনী জানায়, গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না তোলা পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে।
তবে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে।
এদিকে, আরেক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনি বাহিনী তেলআবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, ইসরাইলের বেন-গুরিয়ন বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ নামক একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের সরকারি টেলিভিশন চ্যানেল ‘আল-মাসিরাহ’র বরাত দিয়ে আরও জানানো হয়, এক বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরাইল অধিকৃত ইয়াফা অঞ্চলের আল-লোদ বিমানবন্দরকে লক্ষ্য করে ‘প্যালেস্টাইন-২’ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইয়াহিয়া সারির ভাষ্য অনুযায়ী, “আল্লাহর মেহেরবানিতে এ অভিযান সফল হয়েছে। এর ফলে লক্ষাধিক দখলদার ইসরাইলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।”
ব্রিগেডিয়ার সারি আরও বলেন, দখলদার ইসরাইলের অব্যাহত আগ্রাসন ও গাজায় চলমান অবরোধের প্রতিবাদে এবং দমন-পীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়ে প্রতিরোধ আন্দোলনকে সমর্থন জানাতে এ অভিযান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, ইয়েমেন একটি আরব রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিদের প্রতি নৈতিক, ধর্মীয় ও মানবিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের সামরিক অভিযান অব্যাহত রাখবে।
কী আছে ‘প্যালেস্টাইন-২’ ক্ষেপণাস্ত্রে?
যদিও ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তিগত বিবরণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এটিকে ‘হাইপারসনিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, এটি শব্দের গতির চেয়ে বহু গুণ দ্রুতগামী, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি চরম চ্যালেঞ্জ তৈরি করে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সেনাবাহিনী একাধিকবার ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজ এবং সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তবে এবারই প্রথমবারের মতো তারা ইসরাইলের কেন্দ্রস্থল তেলআবিবে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল।
এই হামলার পর আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া কিংবা ইসরাইলি প্রতিউত্তর এখনো প্রকাশিত হয়নি। তবে ইয়েমেনি বাহিনীর দাবি যদি সত্য প্রমাণিত হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হবে।
সূত্র: আল-মায়াদিন, মেহের নিউজ