ইসরায়েলে কয়লা চালান আটকাতে ও ব্লক করতে নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। গাজায় গণহত্যার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নিয়েছেন তিনি।
শুক্রবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেসটিভি।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সিনাগা থেকে ইসরাইলের উদ্দেশ্যে একটি কয়লা বোঝাই জাহাজ রওনা হওয়ার পর পেত্রো তার এক এক্সে পোস্টে জানিয়েছেন, ইসরায়েলে কয়লা বহনকারী যেকোনো জাহাজকে আটকানোর নির্দেশ জারি করেছেন তিনি।
গাজা উপত্যকায় ইসরায়েলি অপরাধের প্রতিবাদে দেশটিতে কয়লা রপ্তানি নিষিদ্ধ করার পর পেত্রো এই চালানটিকে তার সরকারের জন্য সরাসরি চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে কলম্বিয়ার রপ্তানি নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের আগস্টে কার্যকর করা হয়েছিল। কিন্তু পেত্রোর অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও তার প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ইসরাইলে সীমিত পরিসরে কয়লা রপ্তানির অনুমোদন দিয়েছেন।
সাম্প্রতিক দিনগুলোতে এই ব্যবস্থা অমান্য করার জন্য এবং ইসরায়েলে কয়লা রপ্তানি অনুমোদন অব্যাহত রাখার জন্য নিজের প্রশাসনের কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেছেন পেত্রো।
বৃহস্পতিবার প্রকাশ্যে এই অবাধ্যতার নিন্দা জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় তিনি ঘোষণা করেন, একটি কয়লার চালানও যাতে ইসরাইল-অধিকৃত অঞ্চলের দিকে না যায় সেজন্য নৌবাহিনী এখন থেকে কাজ করবে। এক টন কয়লাও কলম্বিয়া থেকে ইসরায়েলে যাবে না।
২০২২ সালে ক্ষমতায় আসা বামপন্থি নেতা পেট্রো গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর এই আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজায়।
আরটিভি/এসএইচএম