ইরানে আদালত ভবনে হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ০৪:৪৮ পিএম


ইরানে আদালত ভবনে হামলা, নিহত ৫
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে বিচার বিভাগের একটি ভবন। এ হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুলাই) সকালে জাহেদান বিচার বিভাগ ভবনে এই হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র প্রতিবেদন অনুযায়ী, একদল ‘ইসরায়েল-সংশ্লিষ্ট’ সন্ত্রাসী সাধারণ নাগরিক সেজে ওই আদালত ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করছিল।

বিজ্ঞাপন

প্রাদেশিক আইনশৃঙ্খলা বাহিনীর উপপ্রধান আলীরেজা দালিরি জানান, হামলার সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে নিরাপত্তা বাহিনী। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের এবং তিনজন হামলাকারী নিহত হয়। তাদের মধ্যে দুজন পালানোর চেষ্টা করলে পাশের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং তৃতীয় ব্যক্তি একটি গ্রেনেড বিস্ফোরণের আগেই গুলিতে নিহত হয়।

গ্রেনেড বিস্ফোরণে এক নারী ও তার এক বছর বয়সী শিশু নিহত হয় বলে জানান দালিরি।

জাহেদানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে নিহতের সংখ্যা ছয়জন বলে নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক।

বিজ্ঞাপন

ইরানের বিচার বিভাগও পৃথক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানায়, আহতদের জরুরি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

হামলার সময় বিচার বিভাগ ভবনে থাকা কর্মচারী ও সেবাপ্রার্থীদের নিরাপদে সরিয়ে নেয়া হয় এবং ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরটিভি/এসএইচএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission