গাজা আগ্রাসনে যুদ্ধসরঞ্জাম সরবরাহ করায় বিপদের মুখে দুই কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

সোমবার, ৩০ জুন ২০২৫ , ০১:৪৩ পিএম


গাজা আগ্রাসনে যুদ্ধসরঞ্জাম সরবরাহ করায় বিপদের মুখে দুই কোম্পানি
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি, বিশেষ করে করে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়া ইসরায়েলি বাহিনীকে অস্ত্র সরবরাহ করায় দুটি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কেএলপি নামে নরওয়ের এক প্রতিষ্ঠান। 

বিজ্ঞাপন

সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।  

নরওয়ের বৃহত্তম পেনশন তহবিল এই কেএলপি। সম্প্রতি, ওশকোশ কর্পোরেশন নামে একটি মার্কিন এবং থাইসেনক্রুপ নামে একটি জার্মান কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এই দুই কোম্পানির সঙ্গে ব্যবসা বাদ দেওয়ার কারণ হিসেবে কেএলপি জানিয়েছে,  কোম্পানি দুটি ইসরায়েলি সেনাবাহিনীর কাছে যুদ্ধসরঞ্জাম বিক্রি করে, যা গাজা আগ্রাসনে ব্যবহার হচ্ছে।   

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, ওশকোশ কর্পোরেশন, একটি মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি যা মূলত ট্রাক এবং সামরিক যানবাহন তৈরি করে। আর থাইসেনক্রুপ একটি জার্মান শিল্প সংস্থা যা লিফট এবং শিল্প যন্ত্রপাতি থেকে শুরু করে যুদ্ধজাহাজ পর্যন্ত বিস্তৃত পণ্য তৈরি করে।

কেএলপির বিনিয়োগপ্রধান কিরণ আজিজ আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের জুনে কেএলপি জাতিসংঘের এক প্রতিবেদন থেকে জানতে পারে যে বেশ কয়েকটি নামিদামি সংস্থা ইসরায়েলি সেনাবাহিনীকে অস্ত্র বা যুদ্ধসরঞ্জাম সরবরাহ করছে এবং সেগুলো গাজা আগ্রাসনে ব্যবহৃত হচ্ছে। 
ওশকোশ এবং থাইসেনক্রুপের মতো কোম্পানিগুলো আমাদের দায়িত্বশীল বিনিয়োগ নির্দেশিকা লঙ্ঘন করছে। তাই, আমরা আমাদের বিনিয়োগ জগৎ থেকে তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

২০২৫ সালের জুন পর্যন্ত ওশকোশে ১ দশমিক ৮ মিলিয়ন ডলার এবং থাইসেনক্রুপে প্রায় ১ মিলিয়ন ডলার বিনিয়োগ ছিল কেএলপির। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি নরওয়ের বৃহত্তম পেনশন তহবিল, যা প্রায় ১১৪ বিলিয়ন ডলার মূল্যের তহবিল তত্ত্বাবধান করে।

বিজ্ঞাপন

সিদ্ধান্ত নেওয়ার আগে তারা উভয় কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছিল কেএলপি। এর মধ্যে ওশকোশ তাদেরকে নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলি সেনাবাহিনীকে যুদ্ধসরঞ্জাম বিক্রি করেছে, যা গাজা আগ্রাসনে ব্যবহৃত হচ্ছে। তারা এখনও ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক অটুট রেখেছে।  

বিজ্ঞাপন

অন্যদিকে থাইসেনক্রুপ কেএলপিকে বলেছে যে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে তাদের দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে এবং তারা ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে ইসরায়েলি নৌবাহিনীকে চারটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ সরবরাহ করেছে।

জার্মান কোম্পানিটি এও জানিয়েছে, এই বছরের শেষের দিকে ইসরায়েলি নৌবাহিনীকে একটি সাবমেরিন সরবরাহ করার পরিকল্পনা রয়েছে তাদের।

উল্লেখ্য, কেএলপির ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত কোম্পানিগুলো থেকে পেনশন তহবিল বিনিয়োগ বন্ধের ঘটনা এটিই প্রথম নয়। ২০২১ সালে প্রতিষ্ঠানটি টেলিকম জায়ান্ট মটোরোলাসহ ১৬টি কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বন্ধ করে দিয়েছিল অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের সঙ্গে যুক্ত থাকার দায়ে।

২০২১ সালে, কেএলপি টেলিকম জায়ান্ট মটোরোলা সহ ১৬টি কোম্পানি থেকে বিনিয়োগ করে, যেখানে তারা সিদ্ধান্তে পৌঁছেছে যে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের সাথে যুক্ত।

একই বছর, মায়ানমারের সামরিক সরকারের সঙ্গে সংযোগের কারণে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল কেএলপি।  

গত গ্রীষ্মে, কেএলপি মার্কিন সংস্থা ক্যাটারপিলার থেকেও বিনিয়োগ করে। আল জাজিরার জন্য একটি মতামত নিবন্ধে, কেএলপির আজিজ লিখেছিলেন যে ক্যাটারপিলারের বুলডোজারগুলি ইসরায়েলে সামরিক এবং স্থানীয় কোম্পানিগুলির দ্বারা সমন্বয়ের মধ্য দিয়ে যায় এবং পরবর্তীতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যবহৃত হয়।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission