গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল, সাংবাদিকসহ আটক ১৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৯ জুন ২০২৫ , ১০:৪৯ এএম


গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল, সাংবাদিকসহ আটক ১৩
ছবি: সংগৃহীত

গাজার দিকে ত্রাণ নিয়ে রওনা হওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’কে আটক করেছে ইসরায়েল। ইতালি থেকে যাত্রা শুরু করা জাহাজটি গাজার উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমা থেকে জোরপূর্বক ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটি থেকে সাংবাদিক ও মানবাধিকারকর্মীসহ ১৩ জনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

বিজ্ঞাপন

সোমবার (৯ জুন) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আটকদের মধ্যে রয়েছেন- বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের নেতৃত্বেদানকারী ২২ বছর বয়সী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, ফরাসি চিকিৎসক ও কর্মী বাপতিস্ত আন্দ্রে, আল জাজিরার সাংবাদিক ওমর ফায়াদ, ব্রাজিলিয়ান কর্মী ও ফ্রিডম ফ্লোটিলা ব্রাজিলের সমন্বয়ক থিয়াগো অ্যাভিলা, ফরাসি-ফিলিস্তিনি বংশোদ্ভূত, ইউরোপীয় পার্লামেন্টের গ্রিন পার্টির এমইপি রিমা হাসান, তুর্কি মানবাধিকারকর্মী সুয়াইব ওর্দু। এছাড়া ফ্রান্স, জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডসের আরও কয়েকজন মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং সমুদ্র সংরক্ষণকর্মী ছিলেন জাহাজটিতে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আটক কর্মীদের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে জাহাজটিকে ‘সেলফি ইয়ট’ আখ্যা দিয়ে উপহাস করেছে তারা। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, ‘সেলফি ইয়ট’ নামে অভিহিত ‘ম্যাডলিন’ জাহাজটি আটক করা হয়েছে। কিছু তথাকথিত সেলিব্রিটি গণমাধ্যমকে প্ররোচিত করে প্রচারের জন্য নাটক সাজিয়েছে। 

ইসরায়েল সরকারের এই পোস্টে বিশেষভাবে অভিযুক্ত করা হয়েছে সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে।

বিজ্ঞাপন

এদিকে, এই ভিডিও প্রকাশের কড়া সমালোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির আইনের অধ্যাপক আদিল হক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি বলেছেন, ‘অপমানজনক আচরণ একটি যুদ্ধাপরাধ।’

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠন ‘সিএআইআর’ এক বিবৃতিতে বলেছে, মাদলিন জাহাজে ইসরায়েলের হামলা একটি রাষ্ট্রীয় সন্ত্রাস এবং আন্তর্জাতিক জলদস্যুতা।

জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজে বলেছেন, ইসরায়েল গাজা নিয়ন্ত্রণ করে না। অবরোধ তুলে নিতে হবে এবং গাজাবাসীদের সহায়তা করতে হবে।

উল্লেখ্য, গত ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে ‘ম্যাডলিন’ যাত্রা শুরু করে। এর লক্ষ্য ছিল দীর্ঘদিন ধরে মানবিক সংকটে থাকা গাজায় জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া। গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছে ইসরায়েল। এই ত্রাণ অবরোধের কারণে গাজায় উল্লেখযোগ্য সংখ্যক শিশু অনাহারে মারা গেছে।

ত্রাণবাহী এই জাহাজটি গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যজীবী ম্যাডলিনের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের দাবি, জাহাজটিতে রয়েছে গাজার মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ, ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও কৃত্রিম অঙ্গ।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে, গাজার প্রায় ৯০ শতাংশের বেশি মানুষ চরম খাদ্যসংকটে রয়েছেন। এই পরিস্থিতিতে ইসরায়েলের এমন বাধা ও মানবিক ত্রাণ আটকে দেওয়াকে ‘অমানবিক’ বলেও অভিহিত করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission