ভারতকে শক্তি সরবরাহ করবে চাঁদ !

রোববার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ , ০৯:০৭ পিএম


ভারতকে শক্তি সরবরাহ করবে চাঁদ !

ভারতের সমস্ত শক্তির প্রয়োজন মেটাবে চাঁদ। শনিবার  এমন দাবি করলেন আইএসআরও’র  বিজ্ঞানী শিবাথানু পিল্লাই। 

বিজ্ঞাপন

তিনি বললেন, চাঁদ থেকে বিচ্ছুরিত হওয়া হিলিয়াম থ্রি থেকে ভারত তাদের প্রয়োজনীয় শক্তি মিটিয়ে নেবে। ২০৩০ সালের মধ্যেই এ লক্ষ্য পূরণ করবে নয়াদিল্লি।

ব্রহ্মোস এরোস্পেস এর প্রধান হিসেবেও কাজ করেছেন এই বিজ্ঞানী। তিনি আরো বলেন, এই প্রজেক্ট নিয়ে বিশ্বের অন্য দেশও কাজ করছে।  চাঁদে পর্যাপ্ত পরিমাণের হিলিয়ামের উপস্থিতি রয়েছে। সব দেশের শক্তির প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম এই হিলিয়াম।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিজ্ঞান যেভাবে এগোচ্ছে তাতে খুব শীঘ্রই মানুষ হয়তো মধুচন্দ্রিমাতেও চাঁদে যেতে পারেন।

একই সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল পিএম বালি বলেন, সম্প্রতি সেনাবাহিনীর জন্য বিশেষভাবে বানানো ভারতের জিস্যাট-৭ উপগ্রহের সফল উৎক্ষেপণ থেকে একটি বিষয় পরিস্কার ভারত শীঘ্রই জাতীয় নিরাপত্তার জন্য মহাকাশ বিজ্ঞানকে ব্যবহার করা শুরু করবে। 

তিনি আরো বলেন, ভারতের তত্ত্বাবধানেই রয়েছে যোগাযোগের বিশাল মাধ্যম এবং রিমোট সেন্সিং উপগ্রহ, যার অধীনে রয়েছে বৃহৎ এশিয় প্যাসিফিক অঞ্চল। সেটাকে এবার সেনাবাহিনীর কাজেও ব্যবহার করতে হবে। এখনো ভারতের মহাকাশ বিজ্ঞানকে সেভাবে সেনাবাহিনীতে কাজে লাগানো হয়নি। তবে প্রতিবেশী রাষ্ট্রগুলো যেভাবে নিজেদের পাল্টে ফেলছে, তাতে অবিলম্বেই ভারতকেও মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করে সেনাবাহিনীতে তার অন্তর্ভুক্তি করা উচিত।

বিজ্ঞাপন

এপি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission