গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম কমলহাটি বিদ্যা নিকেতন স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।
দুর্ঘটনার পরে স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক অবরোধ করে রাখে।
কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক জানান, পয়সারহাট থেকে ছেড়ে আসা বাসটি গোপালগঞ্জ যাচ্ছিল। বাসটি উপজেলা পরিষদের সামনে আসলে সিয়ামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, ময়মনসিংহের তারাকান্দায় পিকনিক বাস খাদে পড়ে শেরপুর জেলার ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী আহত হয়েছে।
শুক্রবার রাতে ঝিনাইগাতী পাইলট স্কুলের শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ থেকে পিকনিক শেষে বাসায় ফিরছিলেন। ময়মনসিংহের তারাকান্দার কাকনী এলাকায় তাদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
তারাকান্দা থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আর/এসএস