পাকিস্তান সুপার লিগ-পিএসএলে খেলতে নেমেই দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখালেন বাংলাদেশি ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। পেশোয়ার জালমির হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে অর্ধশতক তুলে নিয়েছেন এই হার্ডহিটার।
৪৬ বলে ৬২ রানের অপরাজিত ঝড় ইনিংস খেলেন তামিম। যেখানে ৪টি চার ও ৪ ছক্কা রয়েছে।
মোহাম্মদ হাফিজের সঙ্গে ব্যাট করতে নেমে তামিম উদ্বোধনী জুটিতে তোলেন ৪১ রান। এরপর সোয়েব মাকসুদের সঙ্গেও গড়েন ৭৫ রানের জুটি। তবে বৃষ্টির বাধায় ম্যাচটি পরিত্যাক্ত হলেও ৬২ রানে অপরাজিত ছিলেন তামিম।
শেষ পর্যন্ত ৩ উইকেটে পেশোয়ার ১১৭ রান তোলার পর কয়েক দফায় বৃষ্টির বাধায় আর শুরু হয়নি খেলা।
একই দলে সাকিব থাকলেও ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি তিনি। অন্যদিকে, কোয়েটার হয়ে বল হাতে ৩ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন মাহমুদুল্লা রিয়াদ।
আরকে/এমকে