সুন্দরবনে র্যাবের সঙ্গে বনদস্যু নুর বাহিনীর গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। পরে বাহিনীর প্রধান নুর ও তার সেকেন্ড ইন কমান্ড আব্বাসকে আটক করেছে র্যাব।
সোমবার পূর্ব সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়ার পশুরতলা খাল এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব ৮-এর উপঅধিনায়ক মেজর আদনান কবির বলেন, সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছোটকলাগাছি এলাকায় অভিযান চালায় র্যাব। উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দস্যুরা। র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে।
মেজর আদনান বলেন, অভিযান বেলা ১১টার দিকে শেষ হয়। এসময় বাহিনী প্রধান নুর ও সহযোগী আব্বাসকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪টি বিদেশি বন্দুক ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এইচটি/এসএস