গাইবান্ধার সুন্দরগঞ্জে গোপন বৈঠকের সময় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। জানালেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিয়ার রহমান।
শনিবার ভোররাতে উপজেলার রামজীবন ইউনিয়নের ইউসুফ মুন্সীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আমাদের কাছে খবর ছিল, সুন্দরগঞ্জের নিজপাড়া গ্রামের ইউসুফ মুন্সীর বাড়িতে নাশকতার জন্য গোপন বৈঠক হচ্ছে। এরপর মাঝরাত থেকে ওই বাড়ি ঘিরে রাখে পুলিশ। ভোরে পুলিশের সংখ্যা বাড়িয়ে বাড়িটিতে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
আতিয়ার রহমান বলেন, নাশকতায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে তদন্তের স্বার্থে পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।
এইচটি/এসজেড