৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১৮ রানে হারিয়ে ২-০তে সিরিজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া।
মেলবোর্নে অস্ট্রেলিয়ার চেয়ে ১৮১ রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা। দলীয় ৮৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। এরপর দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান আজহার আলী। তবে দলীয় ১০১ রানে ব্যক্তিগত ৪৩ রান করে ফিরে যান তিনি।
শেষদিকে, সরফরাজ কিছুটা চেষ্টা করলেও তিনিও ফেরেন ৪৩ রান করে। শেষ পর্যন্ত ১৬৩ রানে অলআউট হয়ে যায় মিসবাহবাহিনী।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে অধিনায়ক স্টিভ স্মিথের অপরাজিত ১৬৫ রানে ভর করে ৮ উইকেটে ৬২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
এমসি/ডিএইচ