এক তরুণীর জালে একসঙ্গে ধরা ২০ প্রেমিক, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ০২ আগস্ট ২০২৫ , ০৮:৩৭ পিএম


এক তরুণীর জালে একসঙ্গে ধরা ২০ প্রেমিক, অতঃপর...
ফাইল ছবি

দুই-চার-পাঁচজন নয়, একসঙ্গে ২০ জন প্রেমিককে নিজের প্রেমের ফাঁদে আটকেছেন এক তরুণী। প্রেমের অভিনয় করে তাদের সবার কাছ থেকেই আদায় করেছেন দামী আইফোন।    

বিজ্ঞাপন

চীনে ঘটলেও সামাজিক যোগাযোগমাধ্যমে হৈচৈ ফেলে দিয়েছে ঘটনাটি। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, একসঙ্গে ২০ জন প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন চীনের শেনজেন শহরের ওই তরুণী। প্রত্যেক প্রেমিকের কাছ থেকে একটি করে আইফোন উপহার নিয়েছিলেন তিনি।

পরে একটি পুনর্বিক্রয় সংস্থার কাছে ওই আইফোনগুলো বিক্রি করে দেন তরুণী। আর এ মাধ্যমে প্রাপ্ত বিশাল অঙ্কের টাকা অন্য কোথাও খরচ না করে বাড়ি কেনার ‘ডাউন পেমেন্ট’ হিসেবে ব্যবহার করেন তিনি।

বিজ্ঞাপন

চীনের শেনজেন শহরে এক সংস্থায় স্বল্প বেতনের বিনিময়ে জুনিয়র ক্লার্ক হিসেবে চাকরি করতেন অজ্ঞাতপরিচয় ওই নারী।

প্রাথমিকভাবে বিষয়টি তরুণীর কোনো প্রেমিকই বুঝতে পারেননি। তবে, কয়েক মাসের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফ্ল্যাট কেনার খবর প্রকাশ করে সবাইকে চমকে দেন তিনি। কীভাবে হঠাৎ এত টাকা তার কাছে এলো, জল্পনা-কল্পনা শুরু হয় তা নিয়ে।

পরবর্তীতে তরুণীর সহকর্মীরা জানতে পারেন, মাত্র ৬ মাসে একইসঙ্গে ২০ জন পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিলেন তিনি। তাদের থেকে উপহার হিসেবে পাওয়া সব আইফোন বিক্রি করেই ফ্ল্যাটের টাকা জোগাড় করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

উপহার পাওয়া ফোনগুলো ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করেছিলেন ওই তরুণী। জানা যায়, বৈদ্যুতিক সামগ্রী বিক্রির একটি অনলাইন প্ল্যাটফরমে কর্মরত এক ব্যক্তি সংবাদমাধ্যমের কাছে তরুণীর যাবতীয় কুকীর্তি ফাঁস করে দেন। আর এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় হৈচৈ।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তরুণীর বুদ্ধিমত্তা ও সাহসের প্রশংসা করছেন। আবার এই ঘটনাকে প্রতারণা ও অনৈতিকতার উদাহরণ বলে তীব্র সমালোচনাও করছেন অনেকে। যদিও তরুণীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। একইসঙ্গে এই প্রতারণার জেরে ওই নারীর কোনো সাজাপ্রাপ্তির খবরও পাওয়া যায়নি।

আরটিভি/এসএইচএম

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission