৫ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ০২ আগস্ট ২০২৫ , ০১:৫১ পিএম


৫ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের বিভিন্ন এলাকা।

বিজ্ঞাপন

শনিবার (২ আগস্ট) সামা টিভি ও আরব নিউজের প্রতিবেদনে এ জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১ আগস্ট) রাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। তবে ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের মতে, দিবাগত রা ২টার কিছু পরে আফগানিস্তানের বাঘলান থেকে ১২১ কিলোমিটার পূর্বে ১২৪ কিলোমিটার গভীরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

বিজ্ঞাপন

ইসলামাবাদের বাসিন্দা কানওয়াল খান শনিবার আরব নিউজকে বলেন, আমরা ঘুমাচ্ছিলাম, ঠিক তখনই রাত ২টার দিকে হঠাৎ এক ঝাঁকুনিতে আমাদের ঘুম ভেঙে গেল।

ইসলামাবাদ, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে।  এছাড়া লাহোর, ইসলামাবাদ, মুরি, সারগোধা, ওয়াহ ক্যান্ট, পাঞ্জাবের কাসুর, কেপির পেশোয়ার, সোয়াত এবং এর আশেপাশের এলাকা, নওশেরা, দির, শাংলা, চরসাদ্দা, মালাকান্দ, মারদান, হরিপুর, হাঙ্গু, বালাকোটেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

তাছাড়া, গিলগিট-বালতিস্তানের ঘিজার এবং আরও অনেক জেলায়ও ভূ-কম্পনটি অনুভূতহয়। পাকিস্তানের বাইরে, ভারত, ভারত-অধিকৃত কাশ্মীর এবং আফগানিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও শক্তিশালী ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

ভূমিকম্পের পর কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা হয়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission